আমি এখন ক্লাস ৯-১০ এ পড়ি। আমি এখন থেকেই কীভাবে SAT প্রেপ নিব?
তুমি যদি এখনো একাদশ শ্রেণিতে না উঠে থাকো, আমাদের মতে তোমার SAT নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। তোমার কাজ হবে ইউএস কলেজ এডমিশন নিয়ে ভালো করে ধারণা নেওয়া। স্কুলের পড়ালেখার বাহিরে নানা এক্সট্রা কারিকুলার এক্সপ্লোর করা এবং নিজের একাডেমিক পড়াশোনা ঠিক রাখা। এছাড়াও তুমি ধীরে ধীরে ইংলিশ বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারো। বই পড়ার অভ্যাস এবং ভালো রিডিং এবিলিটি থাকলে SAT নিয়ে কখনোই চিন্তা করতে হবে না তোমার।
আমার সামনে HSC, আমি কীভাবে একইসাথে দুইটার প্রিপারেশন নিব?
প্রথমেই তোমাকে খুব ভালোভাবে তোমার টাইম ম্যানেজ করতে হবে। SAT প্রিপারেশন নিতে হয় লম্বা সময় ধরে, প্রতিদিন অল্প অল্প করে। তোমার HSC পড়াশোনার পাশাপাশি যদি প্রতিদন এক থেকে দেড় ঘন্টা সময় বের করে তিন থেকে চার মাস তুমি SAT-র জন্য প্রিপারেশন নাও, তাহলেও কিন্তু অনেক ভালো স্কোর পেতে পারবে তুমি!
আমি কি আগে SAT প্রেপ নিব নাকি IELTS প্রেপ নিব? SAT এ ভালো স্কোর থাকলে কি IELTS দিতে হবে?
এই কমন প্রশ্নটা সবাই করে থাকে। তুমি যদি উপরে আমাদের ব্লগগুলো পড়ে থাকো, তাহলে হয়তো তুমি বুঝে গেছো SAT কোনো ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট না। অর্থাৎ, তুমি ইংলিশে সঠিকভাবে কমিউনিক্যাট করতে পারবে কি না, এটা তোমার SAT স্কোর থেকে কলেজ বুঝার চেষ্টা করবে না। সেটা বুঝার চেষ্টা করবে তোমার IELTS, TOEFL, DET স্কোর থেকে। তবে হ্যাঁ, তুমি যদি SAT-এ একটা ভালো স্কোর আনার মতো সামর্থ্য রাখো, তাহলে এসব ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্টে খুব সহজেই ভালো একটা স্কোর পেতে পারবে তুমি।
কিছু কিছু কলেজ (যেমন: Cornell University) তোমার SAT EBRW স্কোর দেখে ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট ওয়েইভ করে দিতে পারে। তুমি যদি এসব টেস্টের এক্সট্রা ঝামেলা নিতে না চাও, তাহলে অবশ্যই ঘেটে দেখবে তোমার কলেজ লিস্টের কলেজগুলোতে এমন সুযোগ রয়েছে কি না!
SAT না দিলে কি আমি স্ক্লারশিপ পাব না? SAT তে ভালো স্কোর থাকলে কি ফুল রাইড পাওয়া যায়?
আমেরিকান কলেজে এডমিশন প্রসেস ‘হলিস্টিক’। অর্থাৎ, তোমার এক্সট্রাকারিকুলার, SAT স্কোর, একাডেমিক রেজাল্ট, এডমিশন essay, ইত্যাদি সব মিলিয়েই তোমাকে এডমিশন ও স্কলারশিপ দেওয়া হয়। তুমি যদি SAT অপশনাল এপ্লাই করো, তাহলে এডমিশন পাওয়া সম্ভব; স্কলারশিপও পাওয়া সম্ভব যদি তোমার প্রোফাইলের অন্যান্য অংশ outstanding হয়। আমরা fall 24 থেকে কাউকে SAT অপশনাল এপ্লাই করতে কাউকে সাজেস্ট করব না—বিশেষত যদি তোমার অনেক বড়ো অংকের স্কলারশিপের প্রয়োজন হয়।
আমার কি SAT-র জন্য কোচিং করতে হবে? কোচিং ছাড়া কি SAT-এ ভালো করা সম্ভব?
অবশ্যই সম্ভব। আমাদের পরিচিত অনেক টপ স্কোরার কোনো কোচিং ছাড়াই SAT তে ভালো স্কোর পেয়েছে। SAT একটা স্কিল বেইজড এপটিটিউড টেস্ট। এই এক্সামে ভালো করার দক্ষতাগুলো অনেকদিন ক্রমাগত চেষ্টা করে আয়ত্তে আনতে হয়। সেটা কোচিং সেন্টার ছাড়াও সম্ভব। কোনো কোচিং সেন্টার কিংবা SAT course জাদুকরের মতো তোমার মধ্যে সেই স্কিলগুলো এনে দিতে পারবে না। সঠিক প্ল্যানিং ও সেই অনুযায়ী পড়ালেখা করে কারো সাহায্য ছাড়াই তুমি এই এক্সামে ভালো করতে পারবে।
আমার পিসি/ল্যাপটপ নেই, আমি কীভাবে প্রিপারেশন নিব?
থিওরেটিক্যালি, একটা ল্যাপটপ বা পিসি ছাড়া SAT প্রিপারেশন নেয়া সম্ভব। তুমি চাইলে তোমার ফোনে কিংবা প্রিন্ট করা বই পড়ে SAT প্রেপ নিয়ে কলেজ বোর্ডের ল্যাপটপ দিয়ে এক্সাম দিতে পারবে। তবে আমরা সাজেস্ট করব এই ঝামেলায় না যেতে। SAT খুবই স্ট্রেস্ফুল এক্সাম। তুমি যদি তোমার এক্সাম ডিভাইসের সাথে পরিচিত না হও, তাহলে অনেক সময় নষ্ট হবে। আমরা সাজেস্ট করব তুমি তোমার কোনো বন্ধু থেকে একটি ডিভাইস নিয়ে কয়েকদিন সেখানে প্র্যাকটিস করে সেটা দিয়েই এক্সাম দিতে। তাহলে সেই এক্সট্রা স্ট্রেসটা নিতে হবে না তোমাকে আর।
যা যা জানতে পারবে এই প্লেলিস্ট থেকে—
SAT কী?
এডমিশন পেতে কি SAT দিতে হয়?
SAT এ ভালো করলে কি স্কলারশিপ পাওয়া যায়?
কোথায়, কখন, কীভাবে SAT দিতে হবে?
SAT পরীক্ষার ফরম্যাট কী?
SAT এর প্রিপারেশন কীভাবে নিতে হয়?
SAT এ টপ স্কোর কীভাবে পেতে হয়?
SAT আর ACT র মধ্যে পার্থক্য কী?
আমার কি SAT দেওয়া উচিত নাকি ACT?