ACT কী আমরা অনেকেই জানি না। আবার অনেকেই ACT নিয়ে ভুলভাল জানি। এই ব্লগে আজ SAT ও ACT-র মধ্যে মিল-অমিল, কোনটা কার দেওয়া উচিত, কোনটা সহজ, কঠিন এটা নিয়ে জানব। প্রায়ই নানা জায়গায় অনেককে বলতে শোনা যায় এসিটি সোজা এসএটি থেকে, আবার উল্টোদিকে অনেকে বলে এসএটি সোজা, এসিটি থেকে—এসব কথার আদৌ কোনো ভিত্তি আছে কি না বুঝার চেষ্টা করব আমরা।
প্রথমেই চলো ACT এক্সাম কী জেনে নেই। SAT-র মতোই একটি স্ট্যান্ডার্ডাইজড কলেজ এন্ট্রান্স এক্সাম হলো ACT। ACT-তে চারটা সেকশন আছে। যথা: English, Math, Reading, Science. এখানে SAT থেকে এক্সট্রা আছে শুধু Science সেকশনটি। বাকিসব SAT-এ যেসব জিনিসপত্র থেকে প্রশ্ন আসে, মোটামুটি সেগুলোই। SAT-র মতো এটাতেও সব মাল্টিপল চয়েজ কোয়েশ্চান। ACT এক্সামের বিশেষ বৈশিষ্ট্য হলো এটায় প্রতি প্রশ্নের জন্য SAT থেকে কম সময় দেওয়া হয়।
তাহলে কোনটা তোমার জন্য ভালো? এই প্রশ্নের উত্তর হলো দুটোই, অথবা একটাও না। কেন, বুঝিয়ে বলছি। প্রথমত, যেই কথাটা আমাদের ভুলে গেলে চলবে না সেটা হলো SAT, ACT দুটোই স্ট্যান্ডার্ডাইজড এক্সাম। দুটো এক্সামেই তোমার একই স্কিলগুলো মাপা হবে এবং অন্যান্য পরীক্ষার্থীদের সাথে তুলনা করে স্কোর দেওয়া হবে। একটা এক্সামে খারাপ করলে আরেকটায় তুমি ম্যাজিক্যালি ভালো করা শুরু করবে, এমনটা না। দুটোতেই ভালো করতে হলে তোমার একই ধরণের কিছু স্কিলস অর্জন করতে হবে। এই স্কিলসগুলো যদি তোমার থাকে, তাহলে দুটো এক্সামই তোমার জন্য। যেকোনো একটা দিলেই তোমার হবে। আর এই স্কিলগুলো যদি তোমার না থাকে, তাহলে “SAT দিব নাকি ACT দিব” এটা না ভেবে তোমার সেই গুরুত্বপূর্ণ স্কিলসগুলো আয়ত্ত করায় ফোকাস করতে হবে। আশা কই বুঝতে পেরেছো।
তবে হ্যাঁ, কারো কারো হয়তো একটার চেয়ে আরেকটার ফরম্যাট বেশি স্বস্তিকর লাগতে পারে। তবে এসব ছোটোখাটো ব্যাপার জাদুর মতো তোমার স্কোর বাড়িয়ে দিবে না। সেইম স্কিল লেভেল SAT দিলে তুমি যেই স্কোর পেতে, ACT দিলেও তুমি তার ইক্যুইভ্যালেন্ট স্কোর পাবে—এটা মোটামুটি সবার ক্ষেত্রে প্রযোজ্য।
The Bidesh Talk থেকে আমরা তোমাদের SAT-র জন্য ফোকাস করতে সাজেস্ট করব। কারণ, বাংলাদেশের প্রেক্ষাপটে SAT-র রিসোর্স অনেক বেশি সহজলভ্য। এছাড়াও SAT-র টেস্ট সেন্টার ও সময়সীমা আমাদের কাছে বাংলাদেশিদের জন্য বেশি সুভিধাজনক লেগেছে। তাও যদি তুমি কনফিউসড থাকো, তাহলে তোমার কাজ হলো SAT, ACT দুটোরই একটি করে প্র্যাকটিস টেস্ট দিয়ে ফেলা। প্র্যাকটিস টেস্ট দিলে তুমি বুঝতে পারবে কোন এক্সামটার সাথে তুমি বেশি কম্ফর্টেবল। পরে সেই অনুযায়ী নিজের সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা হবে তোমার।
তোমার SAT প্রিপারেশনে সাথে থাকো The Bidesh Talks এর!