তুমি যদি SAT এর প্রিপারেশন নিতে চাও, তাহলে তোমার প্রথম কাজ হবে Bluebook অ্যাপস থেকে একটা প্র্যাকটিস টেস্ট দিয়ে নিজের অবস্থা বুঝে নেওয়া। BlueBook App ডাউনলোড করতে পারবে এখান থেকে। মনে রেখো, BlueBook অ্যাপটা ইউজ করার জন্য তোমার একটি Windows অথবা Mac অপারেটিং সিস্টেমের ডিভাইস লাগবে। তুমি Android কিংবা iOS ডিভাইসে এই অ্যাপটা ব্যবহার করতে পারবে না।
SAT-এর প্রিপারেশন শুরু করলে প্রথমেই একটি প্র্যাকটিস টেস্ট দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস টেস্ট তোমাকে SAT-এর ফরম্যাটের সাথে পরিচিত হতে সাহায্য করবে। এছাড়াও, এটা তোমার উইকনেসগুলো ভালো করে ধরিয়ে দিবে। প্রিপারেশন নেয়ার আগে তোমাকে জানতে হবে তোমার কী ম্যাথে বেশি সময় দিতে হবে, নাকি রাইটিং-এ, নাকি রিডিং-এ। আর একটি প্র্যাকটিস টেস্ট তোমাকে ঠিক এটা বুঝতেই সাহায্য করবে।
একটা প্র্যাকটিস টেস্ট দেওয়ার পরে তুমি যখন বুঝে গেছো যে তোমার উইকনেস ও স্ট্রেংথ কোথায়, তখন তোমার যেসন কনসেপ্টে সমস্যা, সেগুলো ভালোমতো বুঝার জন্য একটা বইয়ের দরকার হতে পারে। SAT EBRW-এর জন্য আমাদের সাজেস্টে বই হলো—
The Ultimate Guide to SAT Reading by Erica L. Meltzer
The Ultimate Guide to SAT Grammar by Erica L. Meltzer
Digital SAT-র জন্য এই বইগুলোর নতুন সংস্করণ বের হয়েছে। এদিকে, SAT ম্যাথের জন্য সাজেস্টেড বইগুলো হলো—
College Panda’s SAT Math by Neilson Phu [তুমি যদি ম্যাথে বেশ ভালো হয়ে থাকো তাহলে এই বইটা দিয়ে শুরু করতে পারো]
SAT Math Orange Book by 1600.io [তুমি যদি ম্যাথে খুব আত্মবিশ্বাসী না হও, তাহলে এই বইটা খুব ভালো হবে তোমার জন্য]
এগুলো ছাড়াও বাজারে আরো অনেক বই আছে SAT প্রিপারেশনের জন্য। অনেকে এসবের দুয়েকটা সাজেস্টও করতে পারে। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে এই বইগুলো পছন্দ করি। এই বইগুলোয় তোমাকে SAT এর প্রতিটি কনসেপ্ট ভালো করে বুঝিয়ে দিবে। পাশাপাশি এই বইগুলোয় বেশ ভালো মানের প্র্যাকটিস কোয়েশ্চান-ও রয়েছে প্রতিটি চ্যাপ্টারের পর।
SAT প্রিপারেশনের জন্য সম্ভবত সবচেয়ে ভালো রিসোর্স হলো KhanAcademy-র ফ্রি Digital SAT course। খান একাডেমি কলেজবোর্ডের সাথে পার্টনারশিপ করে ফ্রিতে এই কোর্সটা অফার করে থাকে সবার জন্য। এবং এই কোর্সের প্র্যাকটিস ম্যাটেরিয়াল খুবই উন্নত মানের; সরাসরি যারা আসল পরীক্ষার প্রশ্ন করে থাকে, তাদের দ্বারা এসব রিসোর্স তৈরি করা হয়। আমাদের মতে, যারা KhanAcademy-র এই রিসোর্সগুলো ভালো মতো ব্যবহার করতে পারবে, তাদের আর অন্য কিছুর প্রয়োজন হবে না।
এছাড়াও তোমার প্রস্তুতির মাইলস্টোন হিসেবে কাজ করবে BlueBook অ্যাপের অফিসিয়াল প্র্যাকটিস টেস্টগুলো। এই ৪টি প্র্যাকটিস টেস্ট হুবহু আসল টেস্টের মতো ডিজাইন করা। তাই এগুলো ভালোভাবে ব্যবহার করে প্রিপারেশন নিতে পারলে SAT জয় করা অসম্ভব নয় তোমার জন্য!