বাংলাদেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষের জন্যই SAT তে অনেক ভালো একটা স্কোর করার আশা থাকে। অনেকেই চায় এই এক্সামে 1500 বা তার বেশি স্কোর করতে। এবং এর যুক্তিযুক্ত কারণও বিদ্যমান। তবে সবাই এত ভালো স্কোর করতে পারে না।
প্রথমেই একটা জিনিস স্বীকার করে নিতে হবে: SAT-এ এতো ভালো মার্ক্স পাওয়া কঠিন। এক্সামটা স্টান্ডার্ডাইজড; অর্থাৎ, এমনভাবে ডিজাইন করা যে সবাই একসাথে এত হাই স্কোর পাবে না। এজন্য এই এক্সামে ১৫০০+ পেতে হলে বাকিদের থেকে একটু ভিন্নভাবে অবশ্যই এপ্রোচ করতে হবে এক্সামটা।
এসএটিতে ১৫০০ বা তার বেশি পেতে হলে কীভাবে পড়ালেখা করতে হবে তাহলে? প্রথমেই, এই এক্সামের আগাগোড়া নিয়ে তোমার ধারণা থাকতে হবে—কীভাবে প্রশ্ন হয়, কোন প্রশ্নগুলো বেশি হয়, কোন প্রশ্নে কীভাবে ভুল করার সম্ভাবনা থাকতে পারে, ইত্যাদি। মোটকথা, “Knowledge is power” কথাটা SAT-র ক্ষেত্রে শতভাগ সত্য। এই এক্সামটা নিয়ে যত বেশি, যত ভালোভাবে আইডিয়া থাকবে তোমার, একটি ভালো স্কোর পাওয়ার সম্ভাবনা তোমার ততই বেড়েই যাবে।
তাহলে এখন হয়তো তোমার মনে প্রশ্ন জাগতে পারে কীভাবে SAT নিয়ে আরো বেশি জানা যাবে। আমাদের মতে, তুমি সঠিক ট্র্যাকে আছো। The Bidesh Talk এর এই ইন্ট্রোডাক্টরি ব্লগগুলো পড়ার পর তোমার কাজ হলো SAT নিয়ে ইন্টারনেটে ঘাটাঘাটি করা। আমাদের মতো অনেকেই অনেক ফ্রি রিসোর্স ইন্টারনেটে দিয়ে রেখেছে (নিচে তোমাদের জন্য এমন কিছু রিসোর্স দিয়ে রাখছি)। এগুলো নিয়ে যতবেশি তুমি ঘাটবে, ততই সমৃদ্ধ হবে তোমাদের জ্ঞান। এছাড়াও তোমাদের সাহায্য করতে The Bidesh Talk শীঘ্রই নিয়ে আসছে একটি SAT Playlist এবং আরো অনেক আকর্ষণীয় ব্লগ। নজর রাখো আমাদের website এ এবং youtube channel-এ!
তবে, SAT এক্সামের প্যাটার্ন, প্রশ্নের ধরণ ইত্যাদি নিয়ে আইডিয়া রাখা ছাড়াও তোমার এক্সামের বিষয়বস্তু নিয়েও ভালো আইডিয়া থাকতে হবে। প্র্যাকটিস টেস্টে যে টাইপের প্রশ্ন তুমি বার বার ভুল করো সেগুলো বার বার প্র্যাকটিস করতে হবে, কনসেপ্টে সমস্যা থাকলে ক্লিয়ার করতে হবে। তোমার এক্সামের আগে কমপক্ষে ২-৩ মাস রাখতে হবে ভালো প্রিপারেশনের জন্য এবং লেগে থাকতে হবে যেভাবেই হোক। আলসেমি করলে চলবে না।
এদেশের প্রেক্ষাপটে আমরা স্টুডেন্টদের সবচেয়ে বেশি স্ট্রাগল করতে দেখি SAT-এর EBRW সেকশনে। এর বড়ো কারণ হলো আমরা ইংরেজি ভাষায় বড়-বড় আর্টিকেল পড়ে অভ্যস্ত না। SAT-এর রিডিং ও রাইটিং সেকশন তোমার রিডিং এবিলিটি ও গ্রামাটিক্যাল দক্ষতা টেস্ট করে। তুমি যদি রিডিং-এ অভ্যস্ত না হও কিংবা ইংরেজি ভাষায় ফ্লুয়েন্ট না হও, তাহলে এই সেকশনে ৭০০+ স্কোর করা খুবই টাফ। তোমার স্কোর যদি এই রেঞ্জের আশেপাশে না হয় এবং তুমি যদি এই রেঞ্জে স্কোর চাও, তাহলে তোমাকে লং টার্ম প্রিপারেশন নিতে হবে। ধীরে ধীরে তোমার রিডিং এবিলিটি বাড়াতে হবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত হতে হবে। এর জন্য আমাদের সাজেশন হলো ডেইলি অল্প অল্প ইংলিশ পড়ার চেষ্টা করা। এটা হতে পারে তোমার পছন্দের কোনো বই থেকে কিংবা কোনো নিউজপেপার থেকে। এছাড়াও অনলাইনে অনেক ওয়েবসাইট আছে যেখানে নানা বিষয়ে SAT প্যাসেজগুলোর মতো করে লেখা আর্টিকেল পাবলিশ করা হয়। তুমি চাইলে সেখান থেকে প্রতিদিন কিছু না কিছু পড়ে নিজের রিডিং দক্ষতা বৃদ্ধি করতে পারো।
শেষকথা হলো, SAT-তে ভালো করতে হলে তোমার এই এক্সামটার আগা-গোড়া বুঝতে হবে। এছাড়াও তোমার এমন একটা মানসিকতা তৈরী করতে হবে যেটা অন্যদের থেকে আলাদা, যেটার কারণে তুমি ১৫০০ পাবে এবং যেটা না থাকার কারণে অন্যরা এই স্কোর পাবে না। এই মানসিকতা তৈরি করতে সময় লাগে, ধৈর্য্য লাগে। শর্টকাট খুঁজলে কখনোই তুমি SAT এক্সামে টপ ১ পার্সেন্ট স্কোরার হতে পারবে না। বরং, ধৈর্য্য নিয়ে নিজের দুর্বলার উপর কাজ করতে হবে তোমাকে। The Bidesh Talk এর পক্ষ থেকে তোমাকে শুভকামনা এই যাত্রার জন্য।
ফ্রি SAT রিসোর্স:
SAT উপযোগী রিডিং এর জন্য ওয়েবসাইট: