SAT এক্সাম কী?
কেনই বা দিতে হয় এটা?
SAT optional মানে কী?
SAT-এ ভালো করলে কী স্কলারশিপ পাওয়া যায়?
তুমি যদি আমেরিকার বিশ্ববিদ্যালয়ে আবেদনের কথা ভেবে থাকো, তাহলে SAT এক্সামের নাম তুমি নিশ্চয়ই শুনেছো। একইসাথে, তোমার মনে হয়তো উপরের প্রশ্নগুলোও জেগেছে। আজকের এই লেখাটি তোমাকে পরিচয় করিয়ে দিবে এই SAT এক্সামের সাথে।
প্রথমেই চলো যেনে নেই SAT এক্সামটা আসলে কী। SAT হলো একটা স্ট্যান্ডারডাইজড কলেজ এন্ট্রান্স এক্সাম; অর্থাৎ, এই এক্সামের মাধ্যমে একসাথে বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রার্থী অনেক মানুষের নির্দিষ্ট কিছু দক্ষতা মাপার চেষ্টা করা হয়। কলেজ এডমিশনের জন্য তাহলে এই এক্সাম কেন দিতে হয়? কারণ, কলেজগুলো এই এক্সামে তোমার স্কোর দেখে নির্ধারণ করার চেষ্টা করে কলেজে ভালো করার জন্য প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা তোমার কতটুকু আছে।
এবার নিশ্চয়ই বুঝতে পারছো এই পরীক্ষাটা কেন গুরুত্বপূর্ণ। যেসব বিষয়ের উপর ভিত্তি করে এডমিশন দেওয়া হয় তার মধ্যে SAT এক্সামের স্কোর অন্যতম। “হলিস্টিক এডমিশন” প্রসেসে যেকোনো একটা বিষয়ের উপর নির্ভর করেই নয়, বরং অনেকগুলো মাপকাঠিতে (যেমন: জিপিএ, এক্সট্রা কারিকুলার একটিভিটিজ, SAT স্কোর) মেপে তোমাকে এডমিশন দেওয়া হবে। তাই তোমার এডমিশন ড্রিমে অন্যান্য বিষয়গুলোর পাশাপাশি SAT একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।
আচ্ছা, অনেকে তো বলছে SAT এখন অপশনাল। তাহলে কী এটা না দিলেও হবে? এই প্রশ্নের উত্তর একটু জটিল। সহজ কথায় বলতে গেলে, একটি ভালো SAT স্কোর তোমাকে এডমিশনে অন্যান্যদের থেকে অনেক এগিয়ে রাখবে। এছাড়াও স্কলারশিপ পেতে হলে SAT optional এপ্লাই করলে আশানুরূপ ফলাফল নাও পেতে পার। এদিকে শুধুমাত্র SAT স্কোরের ভিত্তিতেই অনেক বিশ্ববিদ্যালয় ও কলেজ নানা অংকের স্কলারশিপ প্রদান করে থাকে। তাহলে বুঝতেই পারছো, একটি ভালো SAT স্কোর কতদিক থেকে সাহায্য করবে তোমার স্বপ্ন পূরণে!
তাহলে কীভাবে দিতে হবে এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি? কখন আর কোথায় দিতে হবে? পরীক্ষাটা দিতে কত টাকাই বা প্রয়োজন? SAT এক্সামে কী থেকে প্রশ্ন করে? কীভাবে প্রস্তুতি নিতে হয় এই পরীক্ষার? আমি নিশ্চিত তোমাদের মনে এসকল প্রশ্নই ঘুরপাঁক খাচ্ছে এখন। ঘাবড়াবার কিচ্ছু নেই, The Bidesh Talk এ আমরা আছি তোমাদের এসব সমস্যা দূর করার জন্যই। বিস্তারিত জানতে পড়তে থাকো আমাদের পরের ব্লগগুলো! এছাড়াও খুব শীগ্রই আমাদের youtube channel-এ বিস্তারিত প্লেলিস্ট পাবে শুধুমাত্র SAT নিয়ে। এখনই সাবস্ক্রাইব করো মিস করতে না চাইলে!