SAT একটি আমেরিকান এক্সাম। College Board নামের একটি নন-প্রফিট প্রতিষ্ঠান এক্সামটি পরিচালনা করে থাকে। আমেরিকার বাহিরে এক্সামটি দিতে চাইলে তোমাকে ‘International SAT’-র জন্য রেজিস্ট্রেশন করতে হবে। বছরে মোট ৭ বার ইন্টারন্যাশনাল SAT হয়ে থাকে। সাধারণত তারিখগুলো এমন হয়-
মার্চ মাসের ১ম শনিবার,
মে মাসের ১ম শনিবার,
জুন মাসের ১ম শনিবার,
আগস্ট মাসের শেষ শনিবার,
অক্টোবর মাসের ১ম শনিবার,
নভেম্বর মাসের ১ম শনিবার, এবং
ডিসেম্বর মাসের ১ম শনিবার।
তোমার এপ্লিকেশন যেই বছর আগস্ট থেকে শুরু হবে, সেই বছর অন্ততপক্ষে মে কিংবা জুন মাসে তোমার প্রথম SAT দেওয়া উচিত। আরো ভালো হয় যদি তুমি আগেরবছরই একবার এই এক্সাম দিয়ে রাখো। তাহলে সময়মতো একটা ভালো স্কোর পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে।
বাংলাদেশে SAT দেওয়ার জন্য তোমার প্রথমেই College Board-এর ওয়েবসাইটে (collegeboard.org) গিয়ে একাউন্ট খুলে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। পরীক্ষার কমপক্ষে ২০ দিন থেকে ১ মাস আগে রেজিস্ট্রেশন করা ভালো। পরে তোমার পছন্দের সেন্টারে সিট ফাঁকা নাও পেতে পারো। দুর্ভাগ্যবশত, শুধুমাত্র ঢাকা আর চট্টগ্রাম বাদে আর কোথায় SAT এক্সামের সেন্টার বাংলাদেশে সাধারণত হয় না। তাই এক্সামটি দেওয়ার জন্য তোমাকে ঢাকা অথবা চট্টগ্রাম ট্রাভেল করতে হতে পারে। এছাড়াও অনেক সেন্টারে পাসপোর্ট ছাড়া তোমাকে এই এক্সাম দিতে দেয় না। তাই অবশ্যই সময়মতো তোমার পাসপোর্ট রেডি রেখো। দুয়েকটা সেন্টারে তোমার স্কুল/কলেজের আইডি কার্ড দিয়েও এলাউ করতে পারে, তবে সেক্ষেত্রে আইডি কার্ডের অবশ্যই মেয়াদ থাকতে হবে। এ ব্যাপারে বিস্তারিত জানতে কলেজ বোর্ডের অফিশিয়াল পেইজটি দেখে নাও।
SAT বেশ ব্য্যবহুল এক্সাম। মূল এক্সামের ফি 60$; ইন্টারন্যাশনালের কারণে তোমাকে আরো 43$ অতিরিক্ত দিতে হবে। এতে সর্বমোট দাঁড়ায় 103$, যা প্রায় ১১ হাজার টাকা (জুন ২০২৩ এর হিসাব অনুযায়ী)। এই ফি দিতে হলে তোমার একটি ডেবিট বা ক্রেডিট কার্ড থাকা প্রয়োজন। এছাড়াও উক্ত কার্ডে ডলার কিনে (endorse) কিনে রাখতে হবে তোমাকে। তাই পুরো প্রস্তুতি বেশ আগে থেকে শুরু করাই বুদ্ধিমান। জেনে রাখা ভালো, ‘Internation SAT’-এর জন্য কোনো ফি ওয়েভার নেই। অর্থাৎ, পুরো টাকা দিয়েই তোমাকে এক্সাম দিতে হবে।