SAT-র ফরম্যাট কী?
Digital SAT কী?
কবে থেকে Digital SAT শুরু?
আমি কি Digital SAT দিব নাকি পেপার SAT দিব?
এসব প্রশ্ন যদি তোমার মনে এসে থাকে, তাহলে এই ব্লগটি পুরোটা ফেল।
প্রথমেই বলে রাখি, SAT এখন ডিজিটাল। অর্থাৎ, আগের মতো কাগজে-কলমে পরীক্ষা দিতে হবে না তোমাকে; বরং, ল্যাপটপ অথবা ট্যাবলেটে Bluebooks নামের একটি অ্যাপে এক্সাম দিতে হবে এখন থেকে। International SAT ইতোমধ্যেই ডিজিটাল হয়ে গেছে, পরের বছর থেকে আমেরিকান SAT ও ডিজিটাল হয়ে যাবে। তাই পুরোনো পেপার SAT এর ফরম্যাট নিয়ে আলোচনা করে সময় নষ্ট করব না আজকে আমরা। চলো সরাসরি ডিজিটাল এসএটির ফরম্যাট নিয়ে জেনে ফেলা যাক।
নতুন ডিজিটাল এসএটিতে ৪টা মডিউল আছে। এগুলোর বিষয় ও সময় নিচের টেবিলে দেখে নেও-
Module No. |
Subject |
Time (minutes) |
No. of Questions |
1 |
EBRW |
32 |
27 |
2 |
EBRW |
32 |
27 |
Total |
64 minutes |
54 |
|
Break (10 minutes) |
|||
3 |
Mathematics |
35 |
22 |
4 |
Mathematics |
35 |
22 |
Total |
70 minutes |
44 |
টেবিলটা দেখেই প্রথমে বুঝা যাচ্ছে যে SAT এক্সামে দুই ধরণের প্রশ্ন আসে। একটা হলো EBRW আর আরেকটা হলো ম্যাথ। এই EBRW কী সেটা নিয়ে অনেকে কনফিউস হতে পার। এর পূর্ণরূপটা হলো Evidence Based Reading and Writing. অনেকে এটাকে SAT-র “ইংলিশ পার্ট” বলে থাকে।
EBRW অংশে তোমার রিডিং এবিলিটি, রাইটিং এবিলিটি ও গ্রামাটিক্যাল নলেজ চেক করা হবে। এই অংশটা দুটি মডিউলে বিভক্ত। ১ম মডিউলে ২৭টা MCQ প্রশ্ন উত্তর করার জন্য তোমাকে ৩২ মিনিট সময় দেওয়া হবে। এই ৩২ মিনিট শেষ হলে সাথে সাথেই ২য় মডিউল শুরু হবে। সেখানেও ২৭ টা প্রশ্ন উত্তর করার জন্য ৩২ মিনিয় সময় দেওয়া হবে তোমাকে।
EBRW র মতো ম্যাথ সেকশনও ২ টা মডিউলে বিভক্ত। উভয় মডিউলে সমান ৩৫ মিনিট করে মোট ৭০ মিনিট থাকবে এবং ২২টি করে মোট ৪৪টা প্রশ্নের উত্তর করতে হবে তোমায়। দুই মডিউলেই তুমি ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এবং প্রশ্ন সবগুলো MCQ ফরম্যাটে থাকবে।
EBRW এবং ম্যাথের মাঝে তোমাকে ১০ মিনিট ব্রেক দেওয়া হবে।
ডিজিটাল SAT এর প্রত্যেকটা অংশে ২টা করে মডিউল করার একটা মজার কারণ আছে। ১ম মডিউলটি সবার-ই একই থাকবে। তবে তোমার প্রথম মডিউলের পার্ফরম্যান্সের উপর ভিত্তি করে দ্বিতীয় মডিউল সহজ বা কঠিন হতে পারে। অর্থাৎ, প্রথম মডিউলে যদি তুমি বেশি প্রশ্ন ভুল করো, তাহলে ২য় মডিউল তোমার জন্য সহজ করা হবে। তখন ২য় মডিউলে বেশি প্রশ্ন পারলেও তোমার মোট স্কোর কম আসবে। অপরদিকে, ১ম মডিউলে যদি তুমি ভালো করো, তখন ২য় মডিউল কঠিন আসবে। এবার কঠিন ২য় মডিউল খারাপ করলেও তুলনামূলক ভালো স্কোর আসবে তোমার।
ও, হ্যাঁ! SAT-র স্কোর কতো জানো তো? RBRW তে মোট স্কোর হলো ৮০০ এবং ম্যাথে মোট স্কোর হলো ৮০০। তার মানে, পুরো SAT-এর মোট স্কোর হলো ১৬০০।